Kenya বনাম Rwanda-এর ম্যাচের যাবতীয় আপডেটের জন্য আপনাকে নজর রাখতে হবে এই পাতায়। টস থেকে শুরু করে শেষ বল অবধি, ম্যাচের সবচেয়ে বড় মুহূর্তগুলি সবার আগে আপনাদের কাছে নিয়ে আসব আমরা।
Kenya বনাম Rwanda-এর লাইভ ব্লগে আপনাদের স্বাগত। এই ম্যাচটি হচ্ছে Sikh Union Club Ground, Nairobi মাঠে। Kenya Quadrangular Cup, 2024-এর ম্যাচ এটি। দুই দলই প্র্যাকটিস করতে শুরু করেছে। একটু বাদেই টস হতে চলেছে।